এই রাজাগাঁও ইউনিয়নের বুক চিরে টাঙ্গন নদী প্রবাহিত হয়ে যাহা ঠাকুরগাঁও জেলা শহরকেও দুভাগ করে রেখেজে। এই নদীর উপর ১৯৯১ ইং সালে নির্মিত হয়েছে টাঙ্গন ব্যারেজ যাহার দ্বাড়া এই এলকার মানুষের মুখে সুখের হাসি ফুটিয়ে তুলেছে এই টাঙ্গন ব্যারেজ। এই ছাড়াও আরো অনেক ছোট নদী ও খাল রহিয়াছে।
ছবি